সৌদি আরবে বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (২০ মার্চ) রাতে দেশটির রাজধানী রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রামদা, ছুরি জাতীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শত বাংলাদেশি। এদিকে এখন পর্যন্ত নিহত প্রবাসীর পরিচয় প্রকাশ করেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে দেশটিতে এমন ঘটনায় প্রবাসী বাংলাদেশীদের উপর নেতিবাচক প্রভাব পরবে বলে মনে করছেন সৌদি প্রবাসীরা। তারা বলেন, সৌদি আরবে বসবাসরত ভারত, পাকিস্তান ও নেপাল সহ বিশ্বের অন্যান্য দেশের প্রবাসীরা এধরনের সংঘর্ষে না জড়ালেও বাংলাদেশী কিছু লোক তারা ব্যাঙের ছাতার মতো উপজেলা ও গ্রামভিত্তিক সংগঠন গড়ে নিজেদের মধ্যে পদ পদবী নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। দেশটিতে বাংলাদেশিদের এ সকল সংঘর্ষের কারণে সৌদি নাগরিকদের কাছে এবং সরকারের কাছে প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করেন সৌদি প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post