মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে ২৬ মার্চ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও সমমনা ইসলামিক দলগুলোর সমন্বয়ক আব্দুর রব ইউসুফী। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী মোদিকে কোনোভাবে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।
শুক্রবার (১৯ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল থেকে এসব কথা বলেন তিনি। তিনি বলেছেন, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অন্য সব রাজনৈতিক দলের মতো উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে চাই।
ডিএমপির মাধ্যমে আওয়ামী লীগ সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে। অনুষ্ঠানে বিদেশি অনেক অতিথি আসবেন। তাদের আমরা স্বাগত জানাই। কারণ, এটা আমাদের মর্যাদার বিষয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের পানি দিয়ে মারে, আবার পানি না দিয়েও। নরেন্দ্র মোদির হাতে আমাদের ভারতের মুসলমানের রক্ত লেগে আছে।
তিনি আরও বলেন, এই নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমের দুশমন। সে সীমান্তে আমাদের ভাইদের অহরহ হত্যা করছে। সেই নরেন্দ্র মোদিকে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাগত জানাতে পারি না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই দেশের ১৮ কোটি মানুষ তোমাকে চায় না।
তিনি সরকারের উদ্দেশে বলেন, এমনিই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন, এখন নরেন্দ্র মোদিকে সুবর্ণজয়ন্তীতে আসতে দিয়ে তল্পিতল্পা গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা যেকোনো সময় স্বল্প সময়ে কর্মসূচি ঘোষণা করতে পারি। এই কর্মসূচি সফল করার জন্য তিনি দেশবাসীকে আহ্বান জানান। আমরা যদি কোনো নোটিস দিতে না পারি, তাহলে ২৬ মার্চ মোদির আগমন ঠেকাতে রাস্তায় নেমে পড়বেন।
মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম বলেন, সব অতিথিকে শুভেচ্ছা জানাই, তবে মোদিকে নয়। মোদির হাত মুসলিমের রক্তে রঞ্জিত। মোদির আগমন ঠেকাতে ঝাড়ু মিছিল করবো।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানে ছাদ থেকে পড়ে এক বাংলাদেশীর মৃত
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
বিক্ষোভ সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট দিয়ে বেরিয়ে জুতা মিছিল বের করেন মোদিবিরোধীরা। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলে গিয়ে পুলিশি বাধায় ফের বায়তুল মোকাররমে ফিরে আসে। মিছিল ঘিরে অপ্রীতিকর কোনো ঘটনার খবর মেলেনি।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুব রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের বিরোধিতাকে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা বলে মনে করে বাংলাদেশ-ভারত সম্পর্ক কেন্দ্র (সিবিআইআর)। শুক্রবার (১৯ মার্চ) বাংলাদেশ-ভারত সম্পর্ক কেন্দ্রের পরিচালক শাহিদুল হাসান খোকন সাক্ষরিত এক বিবৃতিতে এসব বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post