ওমানে চলতি মাসের শেষ নাগাদ শুরু হচ্ছে চতুর্থ পর্যায় করোনা ভ্যাকসিন টিকা প্রদানের কার্যক্রম। দেশটির স্বাস্থ্য-মন্ত্রণালয়ের উপ-সচিব ড। মোহাম্মদ আল হোসনি এই তথ্য নিশ্চিত করেছে।
টিকা দেওয়ার সর্বশেষ তথ্য জানাতে গিয়ে ওমান টিভিকে তিনি জানান, “চলতি মাসের শেষের দিকে প্রায় এক মিলিয়ন ডোজ করোনার ভ্যাকসিন সরবরাহ করবে ওমান। সেইসাথে বর্তমান পরিস্থিতি সামাল দিতে আরো কঠোর ব্যবস্থা নিবে সরকার।
আল হোসনি আরো বলেন, “আগামী গরমকালে ভ্যাকসিনটি ব্যাপকভাবে পাওয়া যাবে। একটি ডোজ দেওয়ার ১০ সপ্তাহ পর অন্য ডোজ প্রদান করতে হবে। মন্ত্রণালয় চলতি বছরের মধ্যে পাঁচ মিলিয়ন ডোজ সরবরাহ করার উদ্দেশ্যে কাজ করছে।
এছাড়াও ভ্যাকসিন পাসপোর্ট জারির বিষয়ে আলোচনা চলছে যা বিভিন্ন দেশে ভ্রমণে নাগরিকদের আরো সুবিধা দিবে। তাই অতিদ্রুত দেশে স্বাস্থ্য পাসপোর্ট (ভ্যাকসিন ট্র্যাভেল পাসপোর্ট) ব্যবহার করার পরিকল্পনা রয়েছে সরকার। সকল নাগরিক স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চললে এই বছরের শেষের দিকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ওমান এমনটাই মনে করেন আল হোসনি।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানে ছাদ থেকে পড়ে এক বাংলাদেশীর মৃত
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post