সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই)মাহবুব বলেন, যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি রিমান্ডে ছিলেন। রিমান্ডে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগ থেকে তাকে চিকিৎসা দিয়ে আবার নিয়ে যাচ্ছি।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোর কুমার বলেন, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যায় পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম সুজন পাঁচ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৭ সেপ্টেম্বর তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলিতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post