মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একের পর এক ওমানি করনের নতুন আইন জারী করছে দেশটির সরকার। সেইসাথে দেশটির যুব সমাজকে কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে হাতে নিয়েছে ব্যাপক পরিকল্পনা। এ ছাড়াও ওমানের সরকারি ও বেসরকারি খাতে চাকরীর সুযোগ সুবিধার ব্যবধান ও কমিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
বুধবার ওমানের জাতীয় গণমাধ্যম ওমান ডেইলির এক প্রতিবেদনে দেশটির শ্রম-মন্ত্রণালয়ের এক প্রবীণ কর্মকর্তার বরাত দিয়ে উল্লেখ করা হয়, ‘‘ওমানে সরকারি খাতের কর্মীদের বেতনের সাথে সমঞ্জস্য করে বেসরকারি খাতের কর্মীদের বেতন কাঠামো তৈরি করা হবে। ফলে ওমানি নাগরিকদের বেসরকারি খাতে চাকরী করার সুযোগ আরও বাড়বে একই সাথে এই খাতটি আরও উন্নত হবে।”
২০২১ সালের কার্যনির্বাহী পরিকল্পনার অংশ হিসাবে দেশটির বেসরকারি ক্ষেত্রে সিনিয়র ও মধ্য-স্তরের চাকরীর জন্য ওমানি নাগরিকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যোগ্য হিসেবে তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রণালয় এই কর্মকর্তা আরো বলেন, ওমানের যুব সমাজকে বেসরকারি খাতে কাজ করতে উৎসাহ দেওয়ার লক্ষেই এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আর এতে বেসরকারি চাকরীর ক্ষেত্রেও পেনশন সুবিধা পাবেন ওমানিরা।
এ বিষয়ে তিনি বলেন, “সরকারি ও বেসরকারি খাতের অবসর গ্রহণের তহবিলকে একীভূত করার পরিকল্পনা রয়েছে আমাদের। যাতে করে নাগরিকরা তাদের অবসরকালীন সকল সুযোগ-সুবিধা পায়। তাই আমরা দুটি খাতে দেওয়া ন্যূনতম মজুরি সমান করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছি। যা প্রদত্ত বেতনের পার্থক্য কমিয়ে আনবে।”
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
দাঁড়ি ওয়ালাদের জন্য এক লাখ টাকার অফার ঘোষণা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
ওমানের জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারির মধ্যে বেসরকারি খাতে ওমানি কর্মীদের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৩৬৯ জন। বিপরীতে বেসরকারি খাতে প্রবাসীদের সংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ৮৭১ জন। সরকারি খাতে প্রবাসী কর্মীর সংখ্যা ৪১ হাজার ৮৬৬ জন।
ওমান সরকারের এমন সিদ্ধান্তে বেশ নেতিবাচক প্রভাব ফেলবে দেশটিতে কর্মরত প্রবাসিদের উপর এমনটি ধারনা করছেন বিশেষজ্ঞরা। সেইসাথে এটিকে প্রবাসিদের জন্য এক ধরণের অশনিসংকেত হিসেবেও মনে করছেন দেশটিতে কর্মরত সিনিয়র প্রবাসী ব্যবসায়ীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post