বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত নারী সদস্যরা চাইলে এখন থেকে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। এই বিষয়ে সেনা কর্তৃপক্ষ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সম্প্রতি এক অফিস আদেশের মাধ্যমে তা জানানো হয়েছে।
আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তা তুলে নেওয়া হয়েছে। নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরা এখন সম্পূর্ণ ঐচ্ছিক করা হয়েছে। অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) কার্যালয় থেকে এক অভ্যন্তরীণ আদেশে বিষয়টি অবহিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের জন্য হিজাব পরিধানের অনুমোদন দেওয়া হয়।
সেনাবাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস) এবং অন্যান্য পদবির নারী সদস্যরাও এখন থেকে এই সুবিধা পাবেন। একই সঙ্গে, ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের নীতিমালা প্রণয়নেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, হিজাবের কাপড়ের ধরন, রং, পরিমাপ এবং ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে মানানসই হিজাবের নমুনা প্রস্তাব করতে হবে। হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যদের ছবি ২৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post