মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন না নিলে আকামা নবায়ন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার। আগামী সেপ্টেম্বরের পর থেকে এটি কার্যকর হবে।
গত রোববার দেশটির ইংরেজি দৈনিক আরব টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, কুয়েতে ফাইজার ও অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। কোনো প্রবাসী যদি বিনামূল্যের এ টিকা না নেয়, তবে তাদের আকামা আগামী সেপ্টেম্বরের পর থেকে নবায়ন হবে না।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
কুয়েতে সিভিআইডি-১১ ভাইরাসের সংক্রমণ রোধে কার্যকর হওয়া সতর্কতামূলক পদক্ষেপের প্রেক্ষিতে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হওয়া বৈঠককালে মন্ত্রিপরিষদের মূল সিদ্ধান্তে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বিশেষত নতুন স্ট্রেইন করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধির কারণে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে, কারফিউর সময় ১২ ঘণ্টা থেকে কমিয়ে ৯ ঘণ্টা করার পর্যালোচনা করছে দেশটির মন্ত্রিপরিষদ। তবে রমজান মাসেও কারফিউ বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানাগেছে সুত্রে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post