যেসব প্রবাসী নাগরিক অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করেছেন, সেগুলো ‘দ্রুত’ নিষ্পত্তি করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংস্থাটির এনআইডি শাখার উপ-পরিচালক মো. তকদির আহমেদ ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনাটি পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, অনলাইন পোর্টালের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, তাদের আবেদনগুলো কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশনের এনআরবি মেনুতে পাওয়া যাবে।
উপজেলা/থানা/রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদনকৃত ভোটার ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত সম্পন্ন করবেন।
উপজেলা/থানা নির্বাচন অফিসাররা যেসব আবেদনে ডকুমেন্ট সংযুক্ত আছে শুধু সেসব আবেদনের সরেজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন আপলোড করে অনুমোদন বা বাতিল করবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post