কারিগরি ত্রুটির কারণে যাত্রা বাতিলের ৩৬ ঘণ্টা পর যাত্রীদের নিয়ে মদিনা থেকে ঢাকার পথে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি১৩৮।
রোববার স্থানীয় সময় বেলা ১১টায় ফ্লাইটটি প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
যদিও শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে মদিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল বিমান বাংলাদেশের এই ফ্লাইটের। কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর ভোরে যাত্রা বাতিল করে বিমান কর্তৃপক্ষ।
এদিকে দেড় দিনের বিলম্বের কারণে যাত্রীদের চোখে–মুখে বিরক্তির ছাপ লক্ষ করা গেছে। তাদের অভিযোগ, টেকনিক্যাল ত্রুটির কারণে সমস্যা হতে পারে। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে বিমান ২৪১ জন যাত্রীর ৩৬ ঘণ্টা সময় নষ্ট করেছে।
এভাবে আগালে ভবিষ্যতে যাত্রী হারাবে বিমান। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যাত্রী জানান, তিনি ৪০ দিনের ছুটিতে বাড়ির উদ্দেশে শুক্রবার মদিনা থেকে রওয়ানা দেন।
সোমবার তার গায়েহলুদ ও বিবাহ অনুষ্ঠান। কিন্তু ফ্লাইট বিভ্রাটে সব এলোমেলো হয়ে গেছে।
বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ এনামুল হক বলেন, ‘বাংলাদেশ থেকে শুক্রবার দুপুরে ছেড়ে আসা বিমানটি মদিনা থেকে যাত্রা শুরুর আগমুহূর্তে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়ে।
স্থানীয় ইঞ্জিনিয়ারদের নিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করে সমাধান করতে না পারায় যাত্রা বাতিল করা হয়। পরে শনিবার রাতে বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে রোববার সকালে সমাধান করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post