ওমানে ইদানীং কর্মী ছাঁটাই সম্পর্কিত অভিযোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির জেনারেল ফেডারেশন অব ওয়ার্কার্স। ফেডারেশন জানিয়েছে, এক বছরে তারা দেশটির বেসরকারি খাতের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কাছ থেকে একাধিক ব্যক্তিগত ও সম্মিলিত শ্রমিক ছাটায়ের অভিযোগ পাওয়া আসছে। ফেডারেশনের বরাত দিয়ে এই সংবাদ প্রচার করেছে ওমানের একাধিক জাতীয় গণমাধ্যম।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওমানে মোট ১ হাজার ৯৭১ টি শ্রমিক ছাটায়ের অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকদের পক্ষে প্রায় ৩৪ জন আইনজীবী প্রণয়ন করে প্রাথমিকভাবে আপিল ও মামলাগুলো সমাধান করার চেষ্টা করেছে ফেডারেশন।
প্রতিবেদনে আরো বলা হয়, গতবছরে দেশটির বাণিজ্য ও শিল্প খাতের তিনটি প্রতিষ্ঠানে এবং তেল ও গ্যাস খাতে দুটি প্রতিষ্ঠানে শ্রমিকরা বেতনসহ বিভিন্ন কারণে বিক্ষোভ করেছে। তবে দেশটিতে তেলের দামের ক্রমাগত কমে যাওয়া এবং করোনার প্রভাবের কারণে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকার কারণে শ্রমিক ছাটায়ের বেশি অভিযোগ এসেছে বলেও ধারণা করছে ফেডারেশন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post