মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি হওয়াতে ওমান সহ তিন দেশ থেকে আগত সকল যাত্রীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাজ্য। সোমবার (১৫-মার্চ) সন্ধ্যায় কাতার, ওমান ও ইথিওপিয়া থেকে আগত সকল যাত্রীদের উপর এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির জাতীয় গণমাধ্যম ওমান ডেইলির এক সংবাদে বলা হয়েছে এই নিষেধাজ্ঞা আগামী শুক্রবার থেকে কার্যকর করা হবে।
এদিকে দেশটিতে ক্রমান্বয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়াতে যে কোনো সময় ফের বন্ধ হতে পারে বিমানচলাচল এমন আতঙ্কে আছেন প্রবাসীরা। করোনা নিয়ন্ত্রণে একের পর এক নতুন আইন জারী করেও লাগাম টানা যাচ্ছেনা করোনার। সোমবার (১৫-মার্চ) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫৬ জন এবং মৃতের সংখ্যা ১ জন।
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৪২৩ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৭৭০ জন। নতুন ১ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬০৯ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ৩৪১ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক দাঁড়িয়েছে ৯৩ শতাংশে।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৪ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৬৮ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৮৬ জন। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post