ওমান– সৌদি-আমিরাতসহ মরুর ছয় দেশকে যুক্ত করতে ১ হাজার ২০০ মাইলের বেশি দৈর্ঘ্যের রেললাইন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্য গালফ রেলওয়ে নামে প্রকল্পটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
রেলপথটির কাজ সম্পন্ন করতে খরচ পড়বে ২৫০ বিলিয়ন ডলার বা ২৫ হাজার কোটি ডলার। আশা করা হচ্ছে, প্রকল্পটি জিসিসি এলাকার যোগাযোগব্যবস্থাকে আমূল বদলে দেবে।
উচ্চাভিলাষী এই রেলপথ যে ছয়টি উপসাগরীয় দেশের মধ্য দিয়ে যাবে। সেগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও আরব আমিরাত।
সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, দ্য গালফ রেলওয়ের কাজ সমাপ্ত হলে এটি নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনের পাশাপাশি এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি এবং নগর উন্নয়নে সহায়তা করবে।
অর্থনৈতিক এবং পরিবেশগত চাহিদাকে মাথায় রেখে উপসাগরীয় অঞ্চলে বিশাল মাপের এই রেল প্রকল্প শুরু করা হয়েছে। উপসাগরীয় এই রেলওয়ের লক্ষ্য শুধু সীমান্তজুড়ে মসৃণ বাণিজ্য ও পরিবহন সহজতর করা নয়, বরং সম্মিলিত অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post