কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতে টানা ৩৭ দিন বন্ধ থাকার পর উত্তরা থেকে মতিঝিল রুটে ২৫ আগস্ট থেকে পুনরায় চলাচল করছে মেট্রোরেল। তবে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন এখনও কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে এ দুটি স্টেশনের নিয়মিত যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছিল। তবে কাজীপাড়া স্টেশনের যাত্রীদের জন্য সুখবর জানালো মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকেই চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এ স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএমটিসিএল প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আগামীকাল ২০ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনও দ্রুত চালুর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এ সময় তিনি আরও জানান, ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবার ট্রেন চলাচল শুরু হচ্ছে। এদিন বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) মেট্রো ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলন চলকালে ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৭ জুলাই বিকেল থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল।
এ দুটি স্টেশনে হামলার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল স্টেশন দুটি মেরামত করে চালু করতে এক বছর লেগে যাবে। তখন বলা হয়েছিল, দুটি স্টেশনের ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি সরবারহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে পুনরায় তৈরি করিয়ে আনতে এই দীর্ঘ সময় লেগে যাবে।
তবে অন্তর্বতী সরকার গঠনের পর তুলনামূলক কম যাত্রীর চাপ রয়েছে এমন স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি এনে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত স্টেশন চালু করার প্রক্রিয়া শুরু করার কথা জানায় ডিএমটিসিএল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post