জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে অংশ নেওয়ার জন্য ওমানের সুলতান হাইথাম বিন তারিককে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির চিঠি হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মিজানুর রহমান। মঙ্গলবার (৯-মার্চ) ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিভাগের প্রধান শেখ মোহাম্মদ আল শানফারির সাথে এক বৈঠকে এই চিঠি হস্তান্তর করেছেন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানে নতুন জরিমানার বিধান জারি
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
বৈঠকে রাষ্ট্রদূত মিজানুর রহমান বলেন, ওমানের বাণিজ্য ও বিনিয়োগের অংশীদার হিসাবে বাংলাদেশ নিজেকে দেখতে চায়। রাষ্ট্রদূত দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে প্রস্তাব দিলে দ্বিপক্ষীয় রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষার ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন শেখ মোহাম্মদ আল শানফারি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post