জার্মানির মিউনিখে শো করতে যাওয়া পপসম্রাট মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন মারা গেছেন। টিটো জ্যাকসন ‘জ্যাকসন ৫’ ব্যান্ডের মূল সদস্য ছিলেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রিয় এ গায়ক মারা যান। তার সন্তানেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে টিটোর বয়স হয়েছিল ৭০ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন বলছে, ঠিক কী কারণে গায়কের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
এদিকে টিটোর তিন ছেলে তাজ, টেরিল এবং টিজে জ্যাকসন বাবার মৃত্যুর সংবাদ জানিয়ে আলাদা আলাদা ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন।
তিনটি ইনস্টাগ্রাম পোস্টেই বলা হয়েছে, ‘আমরা ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা এবং ‘রক অ্যান্ড রোল হল অব ফেমার’ টিটো জ্যাকসন আর আমাদের মধ্যে নেই। আমরা ব্যথিত ও মর্মাহত। আমাদের বাবা একজন দারুণ ব্যক্তিত্ব ছিলেন, যিনি সব সময় সবার কল্যাণের কথা ভাবতেন।
সন্তানরা আরও লেখেন, আপনাদের মধ্যে কেউ কেউ তাকে কিংবদন্তি ‘জ্যাকসন ৫’ এর টিটো জ্যাকসন হিসেবে চেনেন, কেউ কেউ তাকে চেনেন ‘কোচ টিটো’ নামে, কেউবা আবার তাকে ‘পপ্পা টি’ নামে চেনেন। তবে তিনি চিরকাল আমাদের কাছে ‘টিটো টাইম’ হয়ে বেঁচে থাকবেন।
সন্তানদের বাবাকে নিয়ে শেষ বাক্য ছিল, ‘আমরা তোমাকে ভালোবাসি পপস।
জ্যাকসন পরিবারের ৫ ভাই মিলে গড়ে তোলেন ‘জ্যাকসন ৫’ব্যান্ড। ১৯৬৪ সালে গঠিত এ ব্যান্ডের ৫ সদস্য মাইকেল জ্যাকসন, টিটো জ্যাকসন, জ্যাকি জ্যাকসন, জার্মেইন জ্যাকসন ও মারলন জ্যাকসন।
এ ৫ সদস্যের মধ্যে মাত্র ৫০ বছর বয়সে ২০০৯ সালে মারা যান বিশ্ববিখ্যাত তারকা মাইকেল জ্যাকসন। এ হিসেবে পপসম্রাট মারা যাওয়ার ১৫ বছর পর মারা গেলেন তার ভাই টিটো জ্যাকসন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post