কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রাজকুমারী মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এবার বিচ্ছেদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ‘‘ডিভোর্স’’ নামের নতুন একটি পারফিউম বাজারে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইনস্টাগ্রামে এ নিয়ে নিজের চারটি ছবি পোস্ট করেছেন। ছবিতে কাচের কালো বোতলের গায়ে ইংরেজিতে সাদা রঙে ‘‘ডিভোর্স’’ লেখা রয়েছে। এর আগে তার নিজস্ব পারফিউম ব্র্যান্ড কোম্পানি মাহরা এমওয়ান ইনস্টাগ্রামে ‘‘শিগগিরই আসছে’’ ক্যাপশনে একটি ছবি পোস্ট করে।
এই পারফিউমের ঘ্রাণ কেমন হবে, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে অনেকেই ধারণা করছেন, মুক্তির অবাধ আনন্দে মাতাল হওয়ার মতো ঘ্রাণ হতে পারে দুবাইয়ের রাজকুমারীর আনা নতুন এই পারফিউম। যদিও আকর্ষণীয় ডিজাইনের কালো বোতলে আনা ‘ডিভোর্স’ পারফিউম অনেকটা মার্কিন শিল্পী কিম কার্দাশিয়ানের পারফিউমের কথা মনে করিয়ে দেয়।
এর আগে, গত জুলাইয়ে অনেকটা আকস্মিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী মানা আল-মাকতুমের সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে গণমাধ্যমের শিরোনামে উঠে আসেন দুবাইয়ের রাজকুমারী মাহরা।
ওই সময় ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি লিখেছিলেন, ‘‘প্রিয় স্বামী, আপনি অন্যান্য সঙ্গীদের সাথে ব্যস্ত থাকায় আমি এভাবেই আমাদের বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি। আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমাকে তালাক দিলাম এবং আমি তোমাকে তালাক দিলাম। নিজের যত্ন নিও। তোমার সাবেক স্ত্রী।
দুবাইয়ের এই রাজকুমারী গত মে কন্যা সন্তানের মা হন। আকস্মিক বিচ্ছেদের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার স্বামীর সব ছবি মুছে ফেলেন তিনি। এরপর থেকে নিজের পারফিউম ব্র্যান্ড কোম্পানি মাহরা এমওয়ান নিয়ে কাজ শুরু করেন এবং ‘ডিভোর্স’ নামের নতুন ওই পারফিউম বাজারে আনার ঘোষণা দেন।
সূত্র: মিডল ইস্ট আই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post