রাস্তা মেরামতের জন্য ওমানের মাস্কাট পৌরসভার বৌশার স্বাস্থ্যকেন্দ্রের নিকটবর্তী এলাকায় আল বায়দা স্ট্রিট আগামী ২১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা। বন্ধ থাকা অবস্থায় সকল নাগরিক এবং প্রবাসীদের সাবধানতা অবলম্বন করতে এবং বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ওমানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছাড়ালো ৬০ লাখ
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৬০ লাখ ছাড়ালো মোবাইল ব্যবহারকারীর সংখ্যা। তবে গত বছরের জানুয়ারির তুলনায় এই বছরের জানুয়ারিতে ২.৪ শতাংশ ব্যবহারকারীর সংখ্যা কমেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রে। আজ (সোমবার) ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ওমানে বর্তমানে মোবাইল ব্যবহারীর সংখ্যা ৬২ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানে নতুন জরিমানার বিধান জারি
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
ওমানে প্রবাসীদের গ্রাচুইটি প্রদানের নিয়মে পরিবর্তন
ওমানে ব্যাংক কার্ড জালিয়াতির নতুন আইন পাশ
ওমানে কোন উপায়ে ব্যাংক কার্ড জালিয়াতি করলে অভিযুক্ত সেই ব্যাক্তিকে ৬ মাসের জেল ও এক হাজার ওমানি রিয়াল জরিমানা করা হবে। আজ এক বিবৃতিতে দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, “যেকোনো উপায় নতুন ডিভাইস বা উপকরণ ব্যবহার করে কোনো ব্যাক্তি যদি কারো ব্যাংক কার্ড জালিয়াতি করে, তাহলে সেই ব্যাক্তিকে ৬ মাসের জেল ও এক হাজার ওমানি রিয়াল অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার আইন পাশ করা হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post