সৌদি আরবে একমাস ধরে চলমান করোনাজনিত বিধিনিষেধের সময়সীমা আজ ৭ মার্চের পর আর বৃদ্ধি করা হবেনা বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে দুই দফায় সকল প্রকার গণজমায়েত হয় এমন সব বিনোদন প্রোগ্রামসহ রেস্টুরেন্টে খাবার পরিবেশন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
কুয়েতে ‘অশ্লীল নাচ’ করা সেই ৪ বাংলাদেশি গ্রে’ফতার
নতুন ঘোষণার ফলে আজ রবিবার (৭ মার্চ) থেকে সিনেমা, খেলাধুলা- বিনোদন প্রোগ্রাম আয়োজন স্থল, রেস্টুরেন্ট সমূহে সরাসরি কাস্টমারদের খাবার পরিবেশন কার্যক্রম চলতে আর কোন বাধা রইলোনা। তবে এসকল ক্ষেত্রে করোনা সতর্কতার নিয়মসমূহ কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। নিয়ম মেনে না চললে পূর্বের ন্যায় দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তবে হোটেল, ইস্তেরাহা, কমিউনিটি সেন্টারে যেকোনো ধরণের বিবাহ, কোম্পানির এজিএম জাতীয় বড় ধরণের অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা এখনো বলবত থাকবে। এছাড়া যেকোনো সামাজিক প্রোগ্রামে ২০ জনের অধিক মানুষের উপস্থিতির নিষেধাজ্ঞা পূর্বের মতোই বহাল থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post