দেশের অর্থনৈতিক চালিকা শক্তির তিনটির মধ্যে একটি হলো রেমিটেন্স তথা প্রবাসী আয়। আর এই প্রবাসীরা প্রতিটা সেক্টরে হেনস্থার শিকার হচ্ছে নিজেদের অজ্ঞতার কারনে। তারা সঠিক জায়গায়, সঠিক তথ্য তুলে ধরতে পারে না। আজকে আমি প্রবাসীদের সহজ এবং সাধারন বিষয় নিয়ে আলোচনা করবো।
১। বিনামূল্যে মোবাইল সিম প্রদান করাঃ
একজন প্রবাসী বিমানবন্দরের বুথ থেকে পরিবারের লোকজনের সাথে কথা বলতে পারছে। যা এক কথায় অসাধারণ। কিন্তু বিমানবন্দর থেকে বের হয়ে সে কিভাবে নেট চালু করবে বা প্রয়োজনীয় কল করবে। সবার জন্য হয়ত পরিবারের লোকজন আসবে না। তাই আমরা প্রবাসীরা যদি বিশেষ সুবিদার মোবাইল সিম বিমানবন্দরে পেতাম। তাহলে খুব ভাল হতো।
২। শুক্র ও শনিবারে রেমিট্যান্স গ্রহনঃ
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স যদি শুক্র ও শনিবারে আমাদের পরিবার গ্রহন করতে পারে। তাহলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো আরও বেড়ে যেত এবং দেশের অর্থনৈতিক শক্তি আরও মজবুত হতো। কেন না বিদেশে যদি রেমিট্যান্স পাঠানোর জন্য শুক্র ও শনিবার মানি এক্সচেঞ্জ খোলা থাকতে পারে। তাহলে দেশে ব্যাংক খোলা থাকবে না কেন? এটা করতে পারলে অবৈধ বিকাশ এজেন্টদের মাধ্যমে মানুষ রেমিট্যান্স পাঠাবে না।
৩। নতুনদের ট্রেনিংঃ
নতুন প্রবাসীদের তিন দিনের যে ট্রেনিং দেওয়া হয়। তা খুবই বিরক্তিকর ও অকার্যকর। যাদের দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। তারা কখনো প্রবাসে ছিলো না। তারা কিভাবে ট্রেনিং দিবে? বরং বিদেশ ফেরত প্রবাসীদের মধ্য থেকে প্রয়োজনীয় শিক্ষিত লোকজনদের নিয়োগ দিন যাদের ৫/৭ বছরের প্রবাস জীবনের অবিজ্ঞতা আছে।
৪। নতুনদের ইংরেজি স্পোকেন টেস্টঃ
সকল প্রবাসীদের বিদেশে আসার আগে প্রয়োজনীয় এবং সাধারন ইংরেজি জানা খুবই আবশ্যক। এর জন্য সরকারকে স্থানীয় পর্যায়ে কিছু বেকার যুবককে প্রবাসী ইংলিশ স্পোকেন ট্রেনিং সেন্টার খুলে দেওয়া উচিত। যেখান থেকে সাধারন ইংলিশ স্পোকেন শিখতে পারে। আর ম্যান পাওয়ার কার্ড দেওয়ার আগে সার্টিফিকেটের সাথে সাথে স্পোকেন টেস্টও নেওয়া উচিত। যার সিলেবাস আগ থেকেই দেওয়া থাকবে।
৫। রেমিট্যান্স চার্জ ফ্রী করাঃ
প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর জন্য যে ফী বা চার্জ লাগে তা সরকারকে প্রদান করা উচিত। তাহলে মানুষ বৈধ পথে বেশি বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হতো।
কাতার, দোহা থেকে
মোঃ আনিছুর রহমান
মোবাইলঃ ০০৯৭৪-৩৩৭০১৫৩২
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post