সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আটকের পর থানা পুলিশে সোপর্দ করেছে এলিট ফোর্স র্যাব।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আটকের পর র্যাবের পক্ষ থেকে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। পরে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে, রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে ফরহাদ হোসেনকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া।
তিনি বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতেই সাবেক এই মন্ত্রী আদাবর থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজকে দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post