কলকাতার ব্যস্ততম রাস্তায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের এসএন ব্যানার্জি রোডের ওয়েলিংটন এবং জানবাজার ক্রসিংয়ে মধ্যবর্তী এলাকায় এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কলকাতার রাস্তায় পরিত্যক্ত একটি প্লাস্টিক ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে সেটি কুড়াতে গেলে বিস্ফোরিত হয়ে বাপি দাস (৫৮) নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাকে শহরের এনআরএস হাসপাতালে চিকিৎসার দেয়া হচ্ছে। এ ঘটনায় বাপির বেশ কয়েকটি আঙুল উড়ে গেছে বলে জানা গেছে।
ওই ঘটনার পর পুলিশ পুরো এলাকাটি সিল করে বোমা নিষ্ক্রিয় স্কোয়াডকে ডেকে পাঠায়। তখন রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা আশেপাশের এলাকায় তল্লাশি চালায়। এক পর্যায়ে কিছু না পেয়ে যান চলাচলের জন্য রাস্তাটি খুলে দেয়া হয়।
পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির চিকিৎসা চলছে বলে তার বক্তব্য এখনও রেকর্ড করা সম্ভব হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post