ওমানে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির ফলে শুক্র শনির পর রোববারও অবসরের সুযোগ পেলেন কর্মীরা। চলতি বছরে ঈদুল আযহার পর এটিই স্থানীয় ও প্রবাসী কর্মীদের জন্য দীর্ঘ কর্মবিরতির উপলক্ষ যাচ্ছে। সরকারের এক ঘোষণায় মিলাদুন্নবীর ছুটি দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসও। এর আগে চাঁদ দেখা সাপেক্ষে ৪ সেপ্টেম্বর থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়।
শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী একটি বিশেষ মর্যাদার দিন।
মহান আল্লাহ সত্য, ন্যায় ও একত্ববাদের প্রতিষ্ঠায় তাঁর প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। দয়া, সহমর্মিতাসহ শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post