ওমানে যারা ফাইজার বায়োনেটেক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের দ্রুত দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করা হবে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামী রবিবার থেকে শুরু হবে ফাইজার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা প্রদানের কার্যক্রম।
আরো পড়ুনঃ ওমান রুটে বিমানের এ কি হাল!
মাস্কাট প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “যারা ফাইজার বায়োনেটেক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিবেন তাদের তাদের নির্ধারিত তারিখে হেই আল জামেহ স্বাস্থ্য কেন্দ্রে এই ভ্যাকসিন নিতে যোগাযোগ করতে হবে। এই কেন্দ্রে আগামী রবিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post