‘একজন ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন থাকা আইনসংগত নয়’ উল্লেখ করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। কারও একাধিক জন্ম নিবন্ধন থাকলে তা বাতিলের নির্দেশনা দিয়েছে তারা।
বুধবার (১১ সেপ্টেম্বর) এবিষয়ে একটি আদেশ জারি করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্ট বিভাগ। আদেশে স্বাক্ষর করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (পাসপোর্ট) মো. সাদ্দাম হোসেন।
আদেশে বলা হয়, কতিপয় পাসপোর্ট আবেদনকারীর এক বা একাধিক জন্ম নিবন্ধন সনদ সক্রিয় থাকে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ অনুযায়ী এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন থাকা আইন সঙ্গত নয়। কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন বিদ্যমান থাকলে নিচের পদ্ধতি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।
নির্দেশনাগুলো হচ্ছে, কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন অনলাইনে থাকলে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে যোগাযোগপূর্বক একটি জন্ম নিবন্ধন বহাল রেখে অন্য জন্ম নিবন্ধনসমূহ বাতিলের উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশনা প্রদান করা। কোনো ব্যক্তির একটি জন্ম নিবন্ধন অনলাইনে এবং অন্যটি অফলাইনে থাকলে অনলাইনের জন্ম নিবন্ধনটি বিবেচনা করতে হবে।
অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, প্রায় এক বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্ভার জটিলটার কারণে বন্ধ ছিল অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম। এই সময়টাতে অনেকেই ঢাকা থেকে অফলাইনে এবং ঢাকার বাইরে থেকে জন্ম নিবন্ধন করিয়েছেন। পাসপোর্ট করানোর সময় তারা একাধিক জন্ম নিবন্ধন জমা দিয়েছে, যাতে পাসপোর্ট তৈরিতে জটিলতা তৈরি করেছে। পাসপোর্ট কার্যক্রম আরও স্বচ্ছ করতে অনলাইনের জন্ম নিবন্ধন আমলে নেওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ১৮ বছরের নিচে প্রত্যেকের পাসপোর্ট করতে জন্মনিবন্ধনের প্রয়োজন হয়। পাশাপাশি আবেদনকারীর বাবা-মা অথবা বৈধ অভিভাবকের সত্যায়নের প্রয়োজন হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post