ওমানে আজ রাত ৮ টা থেকে দেশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো ব্যাক্তি বা যানবাহন চলাচলে বাধা দেবে না কর্তৃপক্ষ। এই বন্ধের মধ্যে পর্যটন সুবিধা এবং হোম ডেলিভারি পরিষেবা চালু থাকবে। একইসাথে দেশের সকল পেট্রোল স্টেশন, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং ফার্মেসীগুলি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
ওমানে ফের দোকানপাট বন্ধের ঘোষণা
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
গত সোমবার দেশে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে সুপ্রিম কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ হামুদ ফয়সাল আল-বুসাইদী এই তথ্য জানান। তিনি বলেন, ‘‘দেশে করোনা রোগের বিস্তার রোধে সকল কার্যক্রম হাতে নিয়েছে সরকার। আশা করা যাচ্ছে খুব দ্রুত আমরা করোনার বিস্তার রোধে সফল হবো। তবে দেশের সকল প্রবাসী ও নাগরিকদের সুপ্রিম কিমিটির দেওয়া স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
মিশ্র শিক্ষাব্যবস্থার বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ১১ মার্চ থেকে দেশের সকল সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। বৈঠকে আরো বলা হয়েছে দেশের সকল সাংগঠনিক সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post