মানব পাচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের ওমান। ইতিমধ্যেই দেশটিতে মানব পাচার রোধে একটি জাতীয় কমিটি তৈরি করা হয়েছে। ওমানের মানব পাচার বিরোধী সংগঠনের চেয়ারম্যান নসর বিন খামিস আল সাওয়াই জানিয়েছেন, সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ও পাচার রোধে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওমান সরকার।
আগামী মে মাস পর্যন্ত মানব পাচার রোধে সাধারণ জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে মানব পাচার বিরোধী সংগঠন (এনসিসিএইচটি)। আল সাওয়াই আরো বলেন, মানব পাচারের সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা করছে ওমান। সেইসাথে মানব পাচার রোধে নতুন আইন জারী করেছে ওমান সরকার।
নতুন আইনে বলা হয়েছে, অনলাইনের মাধ্যমেও যদি কোনো ব্যক্তি মানবপাচারে সহায়তা করে, তাহলে তার বিরুদ্ধে ১৫ বছরের জেল ও দেড় লাখ ওমানি রিয়াল জরিমানা করা হবে। অনলাইনের মাধ্যমে কোনো পাচারকারীকে সহায়তা করলেই সেই ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
ওমানে ফের দোকানপাট বন্ধের ঘোষণা
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
খোজনিয়ে জানাগেছে, দেশটিতে মানবপাচারে বেশকিছু বাংলাদেশী প্রবাসী জড়িত আছেন। তারা ওমান থেকে অবৈধভাবে সাগর পথে ইউরোপে লোক পাঠিয়ে থাকেন। বর্তমানে ইউরোপ যাওয়ার নিরাপদ যে কয়টি রুট রয়েছে, তারমধ্যে ওমানের হরমুজ প্রণালি অন্যতম একটি রুট পাচারকারীদের জন্য। প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে ওমানের সোহার অঞ্চল দিয়ে সাগর পথে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন অনেক প্রবাসী। ওমান সরকারের নতুন এই আইনের মাধ্যমে মানব পাচার শূন্যের কোঠায় নেমে আসবে বলে মনে করছেন বিশিষ্ট ওমান প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post