সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত পর্যটকদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির আবাসন ও পররাষ্ট্র কল্যাণ দফতর সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আমিরাতে অবস্থানরত ভিনদেশি পর্যটকদের মধ্য যাদের এক ও তিন মাসের ভিজিট ভিসার মেয়াদোত্তীর্ণ হয়েছে, শুধুমাত্র তাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পর পর্যটকদের অনেকেই অনলাইনে তাদের ই-ভিসার স্ট্যাটাস সম্পর্কে খোঁজ করে জানতে পারেন, তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
ওমানে ফের দোকানপাট বন্ধের ঘোষণা
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
দেশটির ভ্রমণ বিষয়ক সেবা সংস্থা বা ট্রাভেল এজেন্টরা জানান, গ্রাহকদের দুবাইয়ের পর্যটন ভিসা ইস্যুর জন্য আবেদনকৃত ভিসাগুলি স্বয়ংক্রিয়ভাবে মার্চের শেষ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
করোনা মহামারীতে আমিরাত সরকারের এমন যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশটিতে অবস্থানরত বিদেশি পর্যটকরা। কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আল নাহিয়ানের প্রতি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post