ইরাকের বাগদাদে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলা হয়েছে। (১০ সেপ্টেম্বর) রাতের হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, হামলার পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে বাগদাদ বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে অবস্থানরত মার্কিন বাহিনীর কাছে দুটি রকেট আঘাত হানে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, রাত ১১টার দিকে বাগদাদ কূটনৈতিক সেবা কম্পাউন্ডে হামলা হয়, যা একটি মার্কিন কূটনৈতিক স্থাপনা। সৌভাগ্যবশত, কোনও হতাহতের খবর নেই এবং আমরা ক্ষয়ক্ষতি ও এর কারণ নিরূপণ করছি। তদন্ত প্রক্রিয়া চলছে।
ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইরাক সফরের সময়সূচি ব্যাহত করতেই এই হামলা চালানো হয়েছে। পেজেশকিয়ান বুধবার থেকে ইরাকে তার প্রথম বিদেশ সফর শুরু করেছেন।
কাতাইব হিজবুল্লাহ ইরাকের নিরাপত্তা বাহিনীকে হামলার তদন্ত ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে। পেজেশকিয়ান জুলাই মাসে নির্বাচিত হন। এই সফরে বাগদাদের সঙ্গে তিনি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ইরাকি নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের উভয়ের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা কয়েকটি বিরল দেশগুলোর মধ্যে একটি হলো ইরাক। দেশটিতে আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। পাশাপাশি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাকি নিরাপত্তা বাহিনীর সংযোগ রয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post