ওমান শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য সন্ধ্যাকালীন আদালত শুরু করার পরিকল্পনা করেছে দেশটির বিচার বিভাগের প্রশাসনিক বিষয়ক কাউন্সিলের সাধারণ প্রশাসন বিভাগের প্রধান ড. ইউসুফ বিন সালেম আল ফালাইতি। ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতায় শ্রম আইন লঙ্ঘনের মামলা সমাধানে সন্ধ্যা আদালত চালু করা হবে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই আদালত চালু হবে এবং এগুলি সঠিক নিয়মে চলবে।
ওমানে নতুন কপিরাইট আইন
ওমানে কোনো লেখক বা শিল্পীর কোনো কাজ তার অনুমতি ছাড়া ব্যবহার করলে বা নিজের নামে ব্যবহার করলে সর্বোচ্চ ৩ বছরের জেল ও ১৫ হাজার রিয়াল জরিমানা করা হবে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকার সম পরিমাণ।
আজ এক বিবৃতিতে দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, “কোনো লেখক বা শিল্পীর কোনো কাজ তার অনুমতি ছাড়া ব্যবহার করলে বা নিজের নামে ব্যবহার করলে কিংবা তার লেখা অনুমতি ছাড়া ইন্টারনেটে ব্যবহার করা দন্ডনীয় অপরাধ। এই অপরাধে উক্ত ব্যক্তিকে তিন বছরের জেল ও ১৫ হাজার রিয়াল জরিমানা করে নতুন আইন জারী করা হয়েছে।
আরো পড়ুনঃ
ওমানে নতুন পর্নোগ্রাফি আইন
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ওমানে ফের দোকানপাট বন্ধের ঘোষণা
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
বিশ্ব খাদ্য সুরক্ষা সূচকে দ্বিতীয় স্থান অর্জন করলো ওমান
আরব দেশগুলোর মধ্যে বিশ্ব খাদ্য সুরক্ষা সূচকে দ্বিতীয় স্থান অর্জন করেছে ওমান। আজ ওমান টিভি এক বিবৃতিতে জানিয়েছে, “ব্রিটিশ ম্যাগাজিনের ইনফরমেশন ইউনিটের তথ্য অনুযায়ী বিশ্ব খাদ্য সুরক্ষা সূচকের নবম সংস্করণে আরব দেশগুলির মধ্যে ওমান দ্বিতীয় স্থানে এবং বিশ্বের ৩৪ তম স্থান অর্জন করেছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post