দেশথেকে ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন জারী করেছে মাস্কাট আন্তর্জাতিক এয়ারপোর্ট। এখন থেকে দেশটিতে আগত সকল যাত্রীদের ওমান প্রবেশের পূর্বে মাস্কাট বিমানবন্দরে পিসিআর টেস্ট বাবদ ২৫ রিয়াল ফি পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন ওমানের আল সাফার ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান শেখ ফাহাদ। অন্যথায় উক্ত যাত্রী বাংলাদেশ বিমানবন্দর থেকে ওমান যাওয়ার অনুমতি না পাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে শেখ ফাহাদ প্রবাস টাইমকে বলেন, পূর্বে মাস্কাট এয়ারপোর্টে এসে পেমেন্ট করার সুযোগ থাকলেও বর্তমানে অনলাইনের মাধ্যমে আগেই পেমেন্ট করতে নির্দেশনা জারী করেছে মাস্কাট এয়ারপোর্ট। যে কারণে বর্তমানে বাংলাদেশের কোনো এয়ারলাইন্স প্রতিষ্ঠান অনলাইন পেমেন্ট ব্যতীত বোর্ডিং কার্ড ইস্যু করছেনা।
শেখ ফাহাদ আরো বলেন, সম্প্রতি অনলাইনে পেমেন্ট না করার কারণে ঢাকা এবং চিটাগাং এয়ারপোর্ট থেকে ৫ থেকে ৭ জন যাত্রী ওমান যেতে পারেনি, তাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হয়েছে। এমতাবস্থায় যাত্রীদের সুবিধার্থে আল সাফার ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৬ হাজার টাকা পরিশোধ করে পিসিআর পরীক্ষার এই ২৫ রিয়াল পেমেন্ট করতে পারবেন ওমানগামী যাত্রীরা।
আরো পড়ুনঃ
ওমানে নতুন পর্নোগ্রাফি আইন
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ওমানে ফের দোকানপাট বন্ধের ঘোষণা
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
খোজনিয়ে জানাগেছে, ঢাকা এবং চট্টগ্রামের বেশকিছু প্রতিষ্ঠান ৭ থেকে ৮ হাজার টাকা করে নিচ্ছে এই পিসিআর পরীক্ষা ফি বাবদ। তবে সাশ্রয়ী খরচে যে কয়টি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে, তাদের মধ্যে অন্যতম আল সাফার ট্রাভেল এজেন্সি অন্যতম। আগ্রহীদের এই সেবা নিতে +৯৬৮ ৯৬৪১৫০৯৪ অথবা +৯৬৮ ৯১৭৭৩০৮৫ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে আল সাফার ট্রাভেল এজেন্ট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post