ওমানে করোনার নতুন ধরনে সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামী ৪ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২০ মার্চ পর্যন্ত দেশটির সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়মের আওতায় পড়বে দেশটির সকল পর্যটন স্থাপনা, রেস্তোঁরা, ক্যাফে এবং ক্যাফেটেরিয়া। তবে ফিলিং ষ্টেশন, স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান ও ফার্মেসী এই নিয়মের বাহিরে থাকবে বলেও জানিয়েছে সুপ্রিম কমিটি।
আজ পহেলা মার্চ দেশটির সুপ্রিম কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘‘করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়া ওমানে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। একই সাথে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছে যে, ওমানের সকল প্রদেশের হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে বিদেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে এই রোগ বেশি ছড়াচ্ছে। এছাড়াও বর্তমান পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্যের অভাবও নতুন ধরনে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দেশটিতে।”
আরো পড়ুনঃ
ওমানে নতুন পর্নোগ্রাফি আইন
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
প্রবাসীরা রেমিট্যান্সযোদ্ধা নাকি দেশের বোঝা!
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
জনসনের তৈরি করোনা ভ্যাকসিন এক ডোজই যথেষ্ট
দেশটিতে করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ হামুদ ফয়সাল আল বুসাইদীর সভাপতিত্বে সুপ্রিম কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ও এর বিস্তার রোধে কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে।
বৈঠকে সুপ্রিম কমিটির করা তথ্য বিশ্লেষণ অনুযায়ী বলা হয়েছে যে, ‘‘সাড়া বিশ্বে করোনার নতুন ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে গিয়েছে। তাই সকল নাগরিকদের সর্বাধিক সতর্কতা অবলম্বন এবং তাদের পরিবার ও সম্প্রদায়ের সুরক্ষার জন্য আহ্বান জানানো হয়। বিশেষ করে বয়স্ক, শিশু এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post