ওমানের স্বাস্থ্যসেবা খাতে নতুন যুগান্তকারী পদক্ষেপ হাতে নিলো সুহাইল বাহওয়ান গ্রুপ। ওহান ব্রুনাই বিনিয়োগ সংস্থা ও সুহাইল বাহওয়ান গ্রুপ এবং আইডিয়াল্ড জিএইচএসের সমন্বয়ে শীঘ্রই চালু হচ্ছে আন্তর্জাতিকমানের বৃহত্তম বেসরকারি হাসপাতাল।
মাস্কাটের গোবরা অঞ্চলে প্রায় ৪২ হাজার বর্গমিটার আয়তনের হাসপাতালটিতে রয়েছে, ২০০’র বেশি শয্যা, ৪১ টি চিকিৎসা পরামর্শ অফিস, তিনটি পরীক্ষাগার, পাঁচটি অপারেটিং থিয়েটার, তিনটি ডেলিভারি রুম, জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা ইউনিট, রেডিওলজি বিভাগ, একটি মেডিকেল এসপিএ, গবেষণা ও উন্নয়ন সুবিধাসমূহ এবং চারটি ল্যাবরেটরি ।
জানাগেছে, এই হাসপাতালটি চারটি কমপ্লেক্সে তৈরি করা হয়েছে। এখানে থাকবে চারটি প্রধান এক্সিলেন্স সেন্টার। যথা মহিলা ও শিশুকেন্দ্র, হার্ট এবং ভাস্কুলার সেন্টার, অর্থো অ্যান্ড মেরু সেন্টার ও ওমান ভিশন কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি। হাসপাতালটি পরিচালনা করবে কোয়েমব্রা নামে পর্তুগাল ভিত্তিক একটি ইউরোপীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
আরো পড়ুনঃ
ওমানে নতুন পর্নোগ্রাফি আইন
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
প্রবাসীরা রেমিট্যান্সযোদ্ধা নাকি দেশের বোঝা!
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
জনসনের তৈরি করোনা ভ্যাকসিন এক ডোজই যথেষ্ট
এই হাসপাতালের মাধ্যমে ওমানের মানুষের কাছে বিশ্বমানের মেডিকেল ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবে বলে জানিয়েছেন ওমান আন্তর্জাতিক হাসপাতালের চেয়ারপারসন শেখা অমল সুহেল বাহওয়ান। তিনি বলেন, এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে ওমানে ক্লিনিকাল এবং গবেষণা কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি অনন্য পরিবেশ তৈরি হলো।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post