প্রথম সন্তানের মা-বাবা হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের জনপ্রিয় তারকাজুটির অপেক্ষার পালা এবার শেষ হলো। মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
জানা গেছে, এইচ এন রিল্যায়েন্স হাসপাতালের মালিক ভারতীয় ধনকুবের মুকেশ ও নীতা আম্বানী। দীপিকা-রণবীর তাদের সন্তানকে পৃথিবীতে আনতে ভারতীয় ধনকুবেরের হাসপাতালকেই বেছে নিয়েছেন। তাইতো মুকেশ আম্বানীর দেখা মেলে হাসপাতাল প্রাঙ্গণে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে মুকেশের গাড়ি দেখা যায় হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করেন ভারতের শীর্ষ এই ধনী। দীপিকা ও নবজাতককে দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।
হাসপাতালে দেখা গেছে, রণবীরের বোন রিতিকা ভবানীকেও। সোমবার বিকেলে রিতিকাকে দক্ষিণ মুম্বাইয়ের ওই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু তার তরফ থেকে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।
রণবীর ও দীপিকা ৮ সেপ্টেম্বরই ইনস্টাগ্রামে সন্তানের জন্মের কথা ঘোষণা করেন। জানান, তাদের একটি কন্যাসন্তান হয়েছে। তবে নবজাতকের নাম এখনও ঘোষণা হয়নি।
এর আগে দেয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি কন্যাসন্তান চান। ‘আমি চাই, মেয়ে হোক, দীপিকার মতো কন্যা পেলে জীবন পূর্ণ হয়,’ বলেছিলেন তিনি। অন্যদিকে ভোগ সাময়িকীতে দেয়া সাক্ষাৎকারে দীপিকাও বলেছিলেন, তিনি বাচ্চাকাচ্চা ভালোবাসেন। এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তার আপত্তি নেই।
প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমায় অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রতি ভালোবাসার গভীরতা বাড়তে শুরু করে দীপিকা ও রণবীরের। ভালোবাসার পূর্ণতা দিতে ২০১৮ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। সময়ের হিসেবে বিয়ের দীর্ঘ ৬ বছর পর তাদের সংসারে এলো নতুন অতিথি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post