কোভিড-১৯ মহামারির কারণে অনেক দেশ এখন ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বেশকিছু দেশ সীমিত পরিসরে আকাশপথে যোগাযোগ চালু করলেও রয়েছে নানা বিধিনিষেধ ও কড়াকড়ি। ফলে চাইলেই এক দেশের নাগরিক অন্য দেশ ভ্রমণ করতে পারছেন না। এতে বিপর্যয়ের মুখে পড়েছে সারা বিশ্বের এয়ারলাইন শিল্প।
আন্তর্জাতিক ভ্রমণে সহজিকরনের লক্ষে জিসিসি তালিকাভুক্ত দেশগুলির মধ্যে মার্চের মধ্যেই কোভিড-১৯ ট্র্যাভেল পাস চালু করতে যাচ্ছে ওমান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দেশটির রোগ নজরদারি ও নিয়ন্ত্রণের মহাপরিচালক ডাঃ সাইফ বিন সেলিম আল আব্রি। আগামী সপ্তাহে এই ট্রাভেল পাশ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলা জানান আব্রি।
এটি চালু হলে আগামী মাস থেকে জিসিসিভুক্ত দেশগুলোর ২০ টি এয়ারলাইনস আইএটিএ অ্যাপের জন্য ট্রায়াল শুরু করবে। গত সপ্তাহে একটি পর্যবেক্ষক দল আইএটিএ নিয়ে জানিয়েছেন যে, ডিজিটাল স্বাস্থ্য পাসপোর্ট ব্যবহার শুরু হলে যে কোনো দেশ তাদের যাত্রীদের বিরামবিহীন যাতায়াতে অনুমতি দিতে পারবে। যাত্রীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রহণের জন্য আইএটিএ আরও ৩০ টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে কথা বলছে যারা বিভিন্নভাবে যাত্রীদের সুরক্ষায় কাজ করবে।
আরো পড়ুনঃ
ওমানে নতুন পর্নোগ্রাফি আইন
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
প্রবাসীরা রেমিট্যান্সযোদ্ধা নাকি দেশের বোঝা!
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
জনসনের তৈরি করোনা ভ্যাকসিন এক ডোজই যথেষ্ট
আইএটিএ এবং ওয়ার্ল্ড এভিয়েশন ফেস্টিভাল আয়োজিত এক ওয়েবিনারকে ডা. সাইফ বিন সেলিম আল আব্রি বলেন, “আমাদের অগ্রাধিকার হলো নিরাপদে বিমান চালনা ব্যবস্থা আবার শুরু করা।”
যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণ সহজ করতে মার্চের শেষ নাগাদ কভিড-১৯ ট্র্যাভেল পাস চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ), যা কোভিড পরীক্ষার ফলাফল এবং ভ্যাকসিন সনদকে একটি ডিজিটাল সিস্টেমে যুক্ত করবে। এ পাস যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সহায়তা করবে। আইএটিএর বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে, দুবাইভিত্তিক সংবাদপত্র গালফ নিউজ।
দেখুন আস্ত বিমান কিভাবে খাচ্ছে!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post