সুদানের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বাজারে বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬৩ জন। সোমবার সেন্নার রাজ্যের ভারপ্রাপ্ত গভর্নর তৌফিক মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। সুদানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সুদান ডক্টরস নেটওয়ার্কও রোববারের এই হামলার ঘটনায় একই রকম হতাহতের সংখ্যার কথা জানিয়েছে। বছর সংঘাত শুরুর পর এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। হামলার জন্য সংগঠনটি আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করেছে।
বছরের এপ্রিলে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বে আরএসএফ দেশটির ডি ফ্যাক্টো শাসক আবদেল ফাত্তাহ আল-বুরহানের অধীনে থাকা সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। সংঘাত বর্তমানে গৃহযুদ্ধে রূপ নিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সুদানে চলমান গৃহযুদ্ধে ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্রেব্রিয়াসুস জানান, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘাতে এ পর্যন্ত সুদানে ১ কোটির বেশি মানুষ গৃহহীন হয়েছে। এ ছাড়া ২০ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post