পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে নতুন আইন জারী করলো মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এখন থেকে দেশটিতে কোনো ব্যক্তি ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি, প্রদর্শন, বিতরণ, ক্রয়, বিক্রয় বা আমদানি করলে তাকে এক বছরের জেল অথবা এক হাজার ওমানি রিয়াল জরিমানা করা হবে।
এক বিবৃতিতে ওমানের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, “অনুমোদিত বৈজ্ঞানিক বা শৈল্পিক উদ্দেশ্য ব্যতীত কোনো ব্যক্তি ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন, প্রদর্শন, প্রচার, ক্রয়, বিক্রয় বা আমদানি করলে তাকে এক বছরের জেল ও এক হাজার রিয়াল জরিমানা করা হবে। এছাড়াও পর্নোগ্রাফিতে কোনো শিশুকে ব্যবহার করলে তার বিরুদ্ধে ৫ বছরের জেল এবং ৩ হাজার রিয়াল জরিমানা করা হবে।
ওমানে করোনা আইন লঙ্ঘনে ১৩৩ টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ওমানে করোনা মহামারী মোকাবিলায় সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনের দায়ে ১৩৩ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে দেশটির শিল্প মন্ত্রণালয়। ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, সম্প্রতি শিল্প মন্ত্রণালয় দেশটির বিভিন্ন এলাকায় ৪ হাজার ৪১৫টি প্রতিষ্ঠান পরিদর্শন করে। এই সময়ে তারা ৯২৮ টি প্রতিষ্ঠানকে করোনা সতর্কতা অবলম্বন না করার জন্য সাবধান করেছে। এছাড়াও ১৩৩ টি প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম পরিচালনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘‘দেশটির বিভিন্ন এলাকায় ২ হাজার ৮৮ টি প্রতিষ্ঠান করোনা সর্তকতা লঙ্ঘন করছে বলে অভিযোগ পেয়েছে। যাদের মধ্যে ২২৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মন্ত্রণালয়।”
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
প্রবাসীরা রেমিট্যান্সযোদ্ধা নাকি দেশের বোঝা!
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
জনসনের তৈরি করোনা ভ্যাকসিন এক ডোজই যথেষ্ট
কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে নতুন প্রকল্প হাতে নিয়েছে ওমান
ওমানে খেজুর, আম এবং লেবু’র উৎপাদন বাড়াতে নতুন প্রকল্প গ্রহণ করছে দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। রবিবার (২৮-ফেব্রুয়ারি) ওমান নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। এই প্রকল্প দেশটির খাদ্য নিরাপত্তা বাড়াতে এবং ওমানের কৃষিখাতে শতভাগ স্বনির্ভরতা বাড়াবে বলে উল্লেখ কর হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রকল্পটির প্রধান লক্ষ্য কৃষকদের আয়ের একটি ভাল উৎস তৈরি করার পাশাপাশি বাজারে উচ্চমানের খেজুর সরবরাহ করা।
দেখুন আস্ত বিমান কিভাবে খাচ্ছে!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post