জাতীয় সংগীত পরিবর্তন করতে চাওয়ার প্রতিবাদে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ ও জাতীয় সংগীত পরিবেশন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার বঙ্গবন্ধু সড়কে জমায়েত হয়। পরে সেখানে জাতীয় সংগীত পরিবেশন করে তারা।
জাতীয় সংগীত পরিবেশন শেষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারি বঙ্গবন্ধু কলেজ এসএম মডেল স্কুল ও শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোট একটি অংশ।
কর্মসূচি শেষে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজের দিকে চলে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post