বিশ্বের বিভিন্ন দেশে জীবিকার তাগিদে প্রায় ১ কোটিরও বেশি বাংলাদেশি লাল সবুজের পতাকা বুকে নিয়ে বসবাস করছেন। পরিবারের সুখের আশায় শত কষ্ট মাথা পেতে সহ্য করে দিনরাত পরিশ্রম করছেন এই প্রবাসীরা। নিজের সুখ জলাঞ্জলি দিয়ে প্রতিনিয়ত জীবন যুদ্ধ করে যাচ্ছেন তারা। এসব সোনার ছেলেদের বিমানবন্দর থেকে শুরু করে দূতাবাস সকল জাগাতেই পড়তে হয় পদে পদে বিড়ম্বনায় এমন অভিযোগ রয়েছে প্রবাসীদের।
চাইলেই সুখ মিলবে এমনটা কিন্তু নয়। তবু জীবনের সঙ্গে অবিরত যুদ্ধ চালায় ভাগ্য উন্নয়নের জন্য রেমিট্যান্সযোদ্ধারা। লক্ষ্য থাকে সবাই মিলেমিশে সুখে থাকবে। দিন-রাত পরিশ্রম করে মাস শেষে যা বেতন পায় সবই দেশে পাঠিয়ে দেয়। নিজের কথা কিংবা ভবিষ্যতের কথা একবারও ভাবার সময় হয় না তাদের।
তাদের কষ্টার্জিত অর্থই এই মহামারি করোনার সময়েও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। দুঃখের বিষয় হচ্ছে, এই রেমিট্যান্স যোদ্ধারা যখন কোনো সেবার জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যান, সেখানে পান না কোনো মর্যাদা, তাদের সাথে করা হয় অমানবিক আচরণ এমনই অভিযোগ প্রবাসীদের।
এমনকি দেশে ফিরেও তারা পায় না মূল্যায়ন। এয়ারপোর্ট থেকে বের হয়ে নিজের কাঁধে করেই ব্যাগ নিয়ে বের হতে হয় এই রেমিট্যান্স যোদ্ধাদের। একটি ট্রলি নিয়ে গাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ পান না তারা।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
জনসনের তৈরি করোনা ভ্যাকসিন এক ডোজই যথেষ্ট
আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের গৌরব অর্জন করেছে আমাদের সোনার বাংলাদেশ। এই অর্জনের পিছনে আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। এমনও অনেক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আছেন, যারা এই মহামারীর সময়ে দেশে ফিরে মানবেতর জীবনযাপন করছেন। সরকারের জন প্রতিনিধিরা সবার খোজ নিলেও প্রবাসীদের কোনো খোজ নেননা এমন অভিযোগ প্রবাসীদের।
বছরের পর প্রবাস জীবন শেষ করে দেশে এসে অনেকেই পরিবারের কারণে নিঃস্ব হয়ে যান। চাকরি হারিয়ে দেশে ফিরে এসে যেন কোনোমতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে তারা সেই ব্যবস্থা গ্রহণে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন এই রেমিট্যান্স যোদ্ধারা। সেইসাথে প্রবাসীদের জন্য সরকারি ভাতা চালু করারও দাবী জানান তারা।
দেখুন বাংলাদেশ বিমানের কি অবস্থা!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post