মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটালী প্রবাসী তার পৈত্রিক জায়গায় দোকান ঘর তুললে একটি প্রভাবশালী মহল ও থানা পুলিশের মাধ্যমে বার বার বাঁধা দিচ্ছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামে।
কাকালদি গ্রামের মৃত খবির উদ্দিন মিয়ার পুত্র ইটালি প্রবাসী মোঃ রুবেল উদ্দিন মোবাইল ফোনে জানান, কাকালদী মৌজার আর এস নং-৩৪৬ দাগের মোট জমি ৬৬ শতাংশ, যাহা ২ টি নামজারী ৫৯৮ ও ৭২৫ খতিয়ানে আমাদের ভাই বোনদের নামে নামজারী করা হিস্যা অনুযায়ী। পরবর্তীতে আমি আমার ভাইবোনদের কাছ থেকে খরিদ করে ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত হই এবং ভোগ দখলে আছি।
জায়গাটি ঢালী আমবার নিবাস রিসোর্টে প্রবেশের আগে পাকা রাস্তার পাশে হওয়ায় প্রভাবশালী ভুমি খেকোদের নজরে পরে যায়।
আমার বড় বোনের স্বামী মোঃ জাহাঙ্গীর আলম আমার ভাইবোনদের নিকট থেকে কিছু জমি ক্রয় করেন। আরো বেশ কিছু জমি আমি যে ভাই বোনদের কাছ থেকে পূর্বে খরিদ করেছি।
পরবর্তীতে জাহাঙ্গীর আলম একটি প্রভাবশালী সিন্ডিকেটের লোকজনের মাধ্যমে সেই ভাই বোনদের নাম দিয়ে জাল দলিলের মাধ্যমে বেশ কিছু জায়গা দলিল তৈরির মাধ্যমে নামজারী করেন।
জাহাঙ্গীর এখন পুরো ৬৬ শতাংশ জমি দখলের হুমকি দিয়ে যাচ্ছেন বিভিন্ন ভাবে। পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাদের হয়রানি করছে। বর্তমানে পুলিশ তদন্তে তার তথ্য জেনে যাওয়ায়, সে প্রভাবশালীদের দিয়ে হুমকী দিচ্ছে।
আমরা আদালতে গিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে জাল দলিল তৈরি ও জালিয়াতির অভিযোগ এনে মামলা করেছি।
আমার পৈতৃক ওয়ারিশ ও ভাই বোনদের নিকট থেকে ক্রয়কৃত জমিতে আমি দোকান ঘর নির্মাণ করছি। তখনই জাহাঙ্গীর ভাই পুলিশ দিয়ে কয়েক বার বাঁধাদেয়, পরবর্তীতে সেনাবাহিনী আমাদের দুই পক্ষের কাগজ নিয়ে যেতে বলে থানায়, পরে আমরা আমাদের কাগজপত্র নিয়ে সেনাবাহিনীর কাছে গেলেও জাহাঙ্গীর ভাই তাহার কাগজপত্র নিয়ে আর থানায় আসেন নাই। আমাকে বারবার হুমকি দিচ্ছে, আমি দেশে থাকলে মনে হয় জাহাঙ্গীর আমাকে মেরেই ফেলতো।
মধ্যপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিম আল রাজী আমার চাচাত ভাই হওয়ায়, জাহাঙ্গীর আলম বড় বড় নেতা ও প্রভাবশালীেদের দিয়ে তাকে ফোন দেয় আমাকে কাজ বন্ধ করার জন্য।
এ বিষয়ে জাহাঙ্গীরের সাথে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায় নাই।
সিরাজদিখান থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন জানান, জাহাঙ্গীর থানায় এসে অভিযোগ জানায়, আমি উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় ডাকি। কিন্তু জাহাঙ্গীর থানায় আসে নাই ও যোগাযোগ করে নাই। প্রবাসী রুবেল ও জাহাঙ্গীর তারা আত্মীয়। জমি সংক্রান্ত বিষয়টি আদালতের কিন্তু শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছিলাম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post