ওমানে তাজাম্মল হোসেন সবুজ(৪৪) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় ভোর ৫:৩০ টার সময় মাসকাট শহরের নিজ বাসায় মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন তার আরেক ছোট ভাই শরীফ মাহমুদ ফারক। তিনিও বড় ভাই সবুজের সাথে একই বাসায় থাকতেন।
সবুজ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের উপজেলা সংলগ্ন আবুল কালামের বড় ছেলে। তার বাড়িতে স্ত্রী ও দুই ছেলে রয়েছেন।
নিহত সবুজের ছোট ভাই স্থানীয় সাংবাদিক আমজাদ হোসেন আমু জানান, তার বড় ভাই দীর্ঘ দিন থেকে ওমানে থাকেন। গত দুই দিন থেকে বুকে ব্যাথা অনুভব করছেন তিনি। বিষয়টি আমাদেরকে জানালে আমরা তাকে দেশে চলে আসতে বলি। সকালে তার বুকের বেড়ে গেলে তার আরেক ভাই শরীফ মাহমুদ ফারুক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সবুজের মরদেহ ওই হাসপাতালে মর্গে রয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে সবুজের মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তা পরিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post