ওমানে করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় দেশটির উত্তর আশ শারকিয়াহ অঞ্চলের লকডাউনের সময়সীমা বাড়িয়েছে সুপ্রিম কমিটি। ওমানের জাতীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী অত্র অঞ্চলের সকল ব্যবসায়িক কার্যক্রম সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে পেট্রোল স্টেশন, ফার্মেসী এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের বাহিরে থাকবে।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
জনসনের তৈরি করোনা ভ্যাকসিন এক ডোজই যথেষ্ট
দেশটিতে করোনা মহামারি বেড়ে যাওয়ার কারণে সুপ্রিম কমিটি বৃহস্পতিবার (২৪-ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নেয়। এই সময় দেশটির সকল সমুদ্র সৈকত এবং পাবলিক পার্ক বন্ধের সময়সীমাও বাড়ানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।
এ ছাড়াও দেশটিতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে সকল রেস্ট হাউস, খামার, শীতকালীন ক্যাম্পসহ সকল ধরণের সামাজিক ও সাংগঠনিক সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে সকল পারিবারিক ও ব্যক্তিগত অনুষ্ঠানও বন্ধের কথা জানিয়েছে সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post