মালয়েশিয়ার কেদাহ রাজ্যে এক্সক্যাভেটরচাপায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাজ্যের কুলিমের কামপুং তেরাপ বাতু ১০-এর খনিতে এ দুর্ঘটনা ঘটে।
এক্সক্যাভেটর চালানো অবস্থায় এর নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান মোহাম্মদ শাহির রেজা রুসলাল জানান, শনিবার বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে একটি জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। ঘটনাস্থলে একটি এক্সক্যাভেটর বিধ্বস্ত হয়ে পড়ে থাকতে দেখেন।
এক্সক্যাভেটরটি বাম দিকে উল্টো ছিল এবং এর নিচে চাপা পড়ে ছিলেন ওই বাংলাদেশি। এ সময় তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে মৃত ঘোষণা করা হয়।
এরপর দুপুর পৌনে ২টার দিকে উদ্ধার অভিযান শেষ করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post