করোনার সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছে ওমান সুপ্রিম কমিটি। বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া করোনার সর্বশেষ তথ্য নিয়ে প্রেস ব্রিফিংয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ওমানে মহামারী পরিস্থিতি কিছুটা খারাপ ও উদ্বেগজনক। জানুয়ারির মাঝামাঝি থেকে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। দেশটিতে আজও ২৮৮ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং ৪ জনের মৃত্যু হয়েছে।
কিছু ব্যক্তি প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন থেকে পালিয়ে যাওয়ার কারণে দেশে মহামারীর বিস্তার রোধ সম্ভব হচ্ছে না বলে জানান মন্ত্রী। চলতি সপ্তাহের শুরুতে বেশ কয়েকটি দেশ থেকে আগত যাত্রীদের মধ্যে থেকে ২০ শতাংশ করোনা সংক্রমণ ছড়িয়েছে। তাই অনেক দেশের নাগরিকদের ওমান ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানান তিনি।
ভ্যাকসিনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘‘দেশে জনসন এন্ড জনসন ভ্যাকসিনের দুই লাখ ডোজ বুক করা হয়েছে। ওমানে কিছু ব্যক্তি ফাইজার ভ্যাকসিন গ্রহণে বিশ্বাসী হলেও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে বিশ্বাস করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, আমি সকল স্বাস্থ্য কর্মীদের করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেশের সকল নাগরিকদের আশ্বস্ত করে জানাতে চাই যে ওমান কোনো ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা নিশ্চিত না করে দেশে সেই ভ্যাকসিন প্রয়োগ করবে না।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
১০ দেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
কমিটির আরেক মেম্বার ডাঃ সালেম আল-তামিমি বলেন, ‘‘ভ্যাকসিন দ্রুত দেওয়া সম্ভব হলেই ওমান এই করোনা মহামারির প্রকোপ থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। বর্তমানে লাইসেন্সকৃত টিকা নিয়ে কোনও গুরুতর জটিলতা নেই। দেশে ব্যবহৃত সকল ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাচিত।” মেজর মোহাম্মদ আল-হাশামি বলেন, ‘‘সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করছে এমন কারো তথ্য জানাতে টোল-ফ্রি নম্বর ১০৯৯ চালু করেছে রয়্যাল ওমান পুলিশ।”
কমিটির অপর সদস্য ডাঃ সাইফ আল আব্রি বলেন, ‘‘স্কুলের শিক্ষক ও কর্মচারীদের করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আশা করা যাচ্ছে আমরা অতিদ্রুত দেশের সকল শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে পারবো।” ওমানে বসবাসরত সবাইকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post