প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান বিশ্ব এখন হাতের মুঠোয়। আর এই প্রযুক্তির মধ্যে যোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ আরও বেশকিছু স্যোশাল মিডিয়া বিশ্বে বেশ জনপ্রিয়। তবে এইসব যোগাযোগ মাধ্যম কখনও কখনও কারও জন্য জীবনের হুমকি হয়ে অসনি সংকেত দেয়।
সম্প্রতি ওমানে নতুন আইসিটি আইন জারী করেছে দেশটির সরকার। এখন থেকে দেশটিতে কোনো ব্যক্তি ছবি তোলার মাধ্যমে অপর কোনো ব্যক্তির ব্যক্তিগত বা পারিবারিক জীবনের সুনামক্ষুণ করলে মোটা অংকের জরিমানা প্রদান করতে হবে।
এ ছাড়াও অনলাইনের মাধ্যমে অথবা সংবাদ পরিবেশনের মাধ্যমে অনুমতি ব্যতীত কারো অডিও-ভিডিও’র মাধ্যমে কোনো ব্যক্তি সম্পর্কে ভুয়া তথ্য ছড়ালে তিন বছরের জেল এবং পাঁচ হাজার ওমানি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।
মঙ্গলবার ( ২৩-ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ওমানের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে কোনো ব্যক্তিকে অপমান করলে অথবা অপবাদ দিলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তিন বছরের জেল বা পাঁচ হাজার ওমানি রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অনেক প্রবাসী আইসিটি আইন না জানার কারণে প্রায়ই মনের অজান্তে এই আইন লঙ্ঘন করছে। ব্যক্তিগত দন্দের কারণে দেখাযাচ্ছে একে অপরের নামে ফেসবুকে শুধু মানহানিকরই নয় বরং আপত্তিকর পোষ্ট ও করা হচ্ছে।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
১০ দেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
আবার অনেকেই দেখা যায় অন্যের পাসপোর্ট পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিচ্ছেন! যা মারাত্মক অন্যায়। সেইসাথে লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হলেও ব্যক্তির ছবি এমনকি তার পারিবারিক ছবিও ফেসবুক এবং ইউটিউবে দেওয়া হচ্ছে।
এ ছাড়াও অনেক ইউটিউবার সংবাদ/সম্প্রচার নীতিমালা না মেনে ইউটিউবে বিভিন্ন সংবাদ প্রকাশ করে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন।
ইউটিউব থেকে ডলারের আসায় ভুলভাল নিউজ দিয়ে সাময়িক সময়ের জন্য কিছু উপার্জন হলেও পরবর্তীতে বড় ধরণের বিপদের সম্মুখীন হওয়া লাগবে পারে তাদের। এমতাবস্থায় যে সকল প্রবাসীরা ইউটিউবে সংবাদ প্রচার করেন, তাদেরকে যথাযথ প্রশিক্ষণ নিয়ে সংবাদ প্রচারের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের প্রধান আদিল হাসান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post