ওমানে মহামারী করোনা আক্রান্তের এক বছর পূর্ণ হলো আজ। দেশটিতে গত বছরের এই দিনে প্রথম করোনা আক্রান্ত ২ জন রোগী শনাক্ত হয়। এরপর থেকে বেড়েই চলছে মহামারীর তাণ্ডব। মাঝে কিছুদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ইদানীং ফের ঊর্ধ্বমুখী রয়েছে আক্রান্তের সংখ্যা।
বুধবার (২৪-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৩১১ জন এবং মৃতের সংখ্যা ১ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ১২ জন।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩০০ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৩৮৫ জন। নতুন ১ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৫৮ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক গত ১৩ দিন যাবত অপরিবর্তিত অবস্থায় ৯৪. শতাংশ রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩১ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৯৯ জন। আজ একদিনেই আইসিইউতে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১১ জন। দেশটিতে সর্বমোট আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৭৫ জন।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
১০ দেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ২৪২ জন রোগী। মহামারী করোনার নতুন সংক্রমণ থেকে রক্ষা পেতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সরকার।
এদিকে আজ মহামারি করোনা ভাইরাসে গতকালের চেয়ে প্রায় চারগুণ কমেছে মৃত। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৭৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪২৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৯১১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৭৯৮ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post