বাংলাদেশ থেকে নতুন করে দশ হাজার কর্মী নেবে সিঙ্গাপুর। এছাড়া ইউরোপের দেশ রোমানিয়াও বাংলাদেশ থেকে দুই হাজার কর্মী নিতে চায়। সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘আমরা কিছু কিছু সুখবর পাচ্ছি। আজকের সুখবর হলো- সিঙ্গাপুর থেকে খবর পেলাম, তারা অতিরিক্ত ১০ হাজার লোকের চাকরির বা কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এটা সুখবর, আমরা এটা শুরু করব। আমি এটা সবার সঙ্গে শেয়ার করলাম। আমাদের মিশন এ তথ্য দিয়েছে।’
এরই মধ্যে সিঙ্গাপুর মিশন কাজ শুরু করে দিয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সিঙ্গাপুর মিশন প্রতিদিন পাঁচ শতাধিক ভিসা ইস্যু করছে।’ সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের নিয়ে মোটামুটি অভিযোগ থাকে না বলে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
অন্যদিকে গত ২১ ফেব্রুয়ারি ইউরোপের দেশ রোমানিয়া থেকে বাংলাদেশি কর্মী নেওয়ার খবর পান বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রোমানিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কালকে খবর পেলাম, ওখানে আরও দুই হাজার জনের মতো নেবে।” এ ছাড়াও ইউরোপ মহাদেশের আরেক দেশ ক্রোয়েশিয়াতেও অল্প সংখ্যক কর্মী পাঠানো হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে এক প্রশ্নের উত্তরে বলেছেন দেশের অভিবাসী শ্রমিকদের জন্য শুধু মধ্যপ্রাচ্য নয়, এর বাইরেও বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার।
তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে কোভিড-১৯ পরবর্তী সময়ে তেল নির্ভর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের সুযোগ কমে যেতে পারে ইতিমধ্যেই কয়েক লাখ শ্রমিক দেশের ফিরে এসেছেন। নতুন করে যাদের যাওয়ার কথা ছিল সেই সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে।
সম্ভাব্য নতুন গন্তব্য দেশ যেগুলো
সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শামসুল আলম জানিয়েছেন নতুন যেসব দেশে সম্ভাবনা দেখছে বাংলাদেশ সেগুলোর মধ্যে রয়েছে মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া, উজবেকিস্তান এবং কাজাখস্তান। এ ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকং এর কথাও ভাবা হচ্ছে।
তিনি বলছেন, “মরুভূমির চেয়ে এসব দেশে আবহাওয়া সহনীয়। তাছাড়া এসব দেশে কাজগুলোর ধরণ ভাল, শুধু ক্লিনারের কাজ না। বেতনও বেশি আবার শ্রমিকদের অধিকারের পরিস্থিতিও ভাল।”
অভিবাসীদের নিয়ে কাজ করে এরকম সংস্থা রামরু’র নির্বাহী পরিচালক অধ্যাপক তাসনিম সিদ্দিকি বিবিসিকে বলছিলেন, “২০২৫ সাল পর্যন্ত জাপান সারা বিশ্ব থেকে পাঁচ লাখ কর্মী নেবে।
বাংলাদেশকে এই বাজারটা ধরতে হবে। যারা জাপানিজ ভাষা জানবে ও সেখানকার সংস্কৃতি সম্পর্কে জানবে তাদের অগ্রাধিকার দেয়া হবে।” তিনি আরও জানিয়েছেন, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে দুই হাজারের মত শ্রমিক বিদেশে কাজে গেছেন।
তার মধ্যে আটশই মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে। সেখানে মধ্যপ্রাচ্যের দেশের থেকে তারা বেশি বেতন পাচ্ছেন। তবে সেখানে যেতে হলে কমপক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থাকতে হবে। ঠিক কি কাজে সেখানে যাচ্ছেন বাংলাদেশিরা সেটি পরিষ্কার নয়।
কি ধরনের দক্ষতা কাজ শিখলে লাভ
যে নতুন গন্তব্যের দেশগুলোতে সুযোগ রয়েছে সেখানকার ভাষা শিক্ষার ওপর জোর দিচ্ছেন অভিবাসীদের নিয়ে যারা কাজ করে তাদের সকলেই। সেই সাথে ইংরেজি।
তাসনিম সিদ্দিকি বলছেন, “যাওয়ার আগে কেবল দুই তিন মাসের ক্রাশ কোর্স করে কখনোই নতুন বাজার ধরা যাবে না। সেজন্য একদম স্কুল থেকেই অন্যান্য দেশের ভাষা ও সংস্কৃতিতে ওরিয়েন্টেশন দরকার।”
বিভিন্ন কারিগরি শিক্ষা, যেমন ওয়েল্ডিং, ইলেক্ট্রনিক সামগ্রী মেরামত, গাড়ি মেরামত, বৈদ্যুতিক কাজ এসব কাজের শিক্ষা মাধ্যমিক স্কুল পর্যায় থেকেই শুরু করার কথা বলছেন তিনি। শিক্ষার্থীদের যার যেটাতে আগ্রহ।
নার্স ও ল্যাব টেকনিশিয়ান তৈরিতে বেসরকারি খাতের সাথে ভর্তুকি দিয়ে হলেও সরকারের প্রশিক্ষক কেন্দ্র গড়ে তোলা উচিত বলে তিনি মনে করেন। কৃষিকাজে যোগ দিতে হলে কৃষি যন্ত্রপাতি, গাছের আধুনিক উপায়ে পরিচর্যা, গাছ ও তার মৌসুম সম্পর্কে শিখানোর প্রশিক্ষণের কথা বলছেন তিনি।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ওমানে বাড়ছে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা
ওমানে যাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
নতুন শ্রম বাজার রোমানিয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোমানিয়া কর্তৃপক্ষ তাদের দেশে হালাল মাংস প্রক্রিয়াকরণ ইউনিটগুলোতে বাংলাদেশিদের নিয়োগ দেবে। রোমানিয়া অন্য দেশগুলোতে হালাল মাংস রপ্তানি করে থাকে।
তিনি বলেন, বাংলাদেশ সম্প্রতি রোমানিয়ায় মিশন খুলেছে। ওই দেশটিতে কয়েকটি ধাপে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ পেয়েছে। তারা আরো দুই হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ করবে।
তিনি আরো বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীদের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে সরকার উদ্বিগ্ন ছিল। তবে পরিস্থিতি এখন ইতিবাচক রূপ নিচ্ছে। বিদেশে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিভিন্নভাবে কাজ করছে।
এদিকে কেউ যেন দেশগুলোর নাম শুনেই যাওয়ার চেষ্টা না করে। কুচক্রী মহলের পাল্লায় পড়ে মানব পাচারের শিকার যেন না হয় সেদিকে বিশেষ নজর রাখতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post