ওমান সুপ্রিম কমিটির সর্বশেষ আপডেট অনুযায়ী দেশটিতে প্রবেশের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। তবে ৬ ক্যাটাগরির লোকদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে শিথিলতা করা হয়েছে বলে জানিয়েছে ওমানের সিভিল এভিয়েশন অথরিটি।
মঙ্গলবার (২৩-ফেব্রুয়ারি) সিভিল এভিয়েশনের বরাত দিয়ে ওমানের একাধিক জাতীয় গণমাধ্যম তাদের সংবাদে উল্লেখ করেছে, এখন থেকে দেশটিতে আগত কিছু যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানের প্রয়োজন নেই। তারা চাইলে বিমানবন্দর থেকেই নিজেদের বাড়ী ফিরে যেতে পারবেন। এদের মধ্যে রয়েছে:
১. বিদেশি কূটনৈতিক মিশনে কর্মরত কূটনীতিবিদ, তাদের পরিবার এবং ওমান সফরে আসা কূটনীতিকরা।
২. ১৮ বছরের কম এবং ৬০ বছরের বেশি বয়সের নাগরিকরা।
৩. স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা সতর্কতামূলক ব্যবস্থা সাপেক্ষে এয়ারক্রু।
৪. যাদের ওমানে চিকিৎসা সেবা চলছে। সেই সকল অসুস্থ যাত্রী যাদের বয়স ১৮ বছরের কম, এমন রোগীদের জন্য দুইজন এবং ১৮ বছরের বেশি বয়সী পুরুষ রোগীর সাথে একজন ব্যক্তি থাকতে পারবেন।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ওমানে ফের বাড়ছে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা
১০ দেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
৫. বেসরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার অনুমতি রয়েছে এমন যাত্রী।
৬. জাহাজের ক্রু ও দেশটিতে কর্মরত বিভিন্ন শিপিং সংস্থার অনুমতি রয়েছে এমন ব্যক্তিদের হোটেল বুকিং না থাকলেও ওমান বিমান বন্দর থেকে তারা নিজের বাস স্থানে যাওয়ার অনুমতি পাবেন।
সিভিল এভিয়েশন আরো জানিয়েছে, যাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন হোটেলে থাকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের অবশ্যই সুপ্রিম কমিটির সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post