নোয়াখালীতে গণ অধিকার পরিষদের প্রতিনিধিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) জেলার মাইজদী শহরে মাইজদী কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। শিক্ষিত ও সচেতন মানুষকে রাজনীতিতে যুক্ত হতে হবে।
রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এর বিকল্প নেই। তিনি আরো বলেন, ওবায়দুল কাদের নোয়াখালীর সন্তান, তার নির্দেশেই ছাত্রলী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। তার পর থেকেই বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়। ওবায়দুল কাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে আটক করতে হবে।
হানিফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা হামলা করেছিল, যারা নির্দেশ দিয়েছিল সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। একজনকেও ছাড় দেওয়া যাবে না। দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে তাই ছাত্রসমাজকে সব সময় সজাগ থাকতে হবে। নোয়াখালীতে বিগত সময়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী মানুষের ওপর হামলা, লুটপাট ও দখলদারি করেছে তাদের নামে মামলা করতে হবে।
নোয়াখালী জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব আব্দুর রহিমের সঞ্চালনায় দলের ও অঙ্গসংগঠনের নেতারা এতে বক্তব্য দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post