ওমানে ফের বাড়ছে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা, দুইমাসে গেলেন নতুন আট হাজার শ্রমিক
ওমানে আবারও বাড়ছে প্রবাসী শ্রমিকের সংখ্যা। দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের (এনসিএসআই) প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন কাজে প্রায় আট হাজার বাংলাদেশি প্রবাসী ওমান এসেছেন। দেশটিতে বাংলাদেশি প্রবাসী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি।
দেশটিতে মোট বাংলাদেশি প্রবাসী রয়েছে ৫ লাখ ৪৯ হাজার ২৩৪ জন। এর পরেই রয়েছে ভারত। তাদের সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ১৩৮ জন। এরপর রয়েছে পাকিস্তানি প্রবাসী এক লাখ ৮২ হাজার ২৯৩ জন। ফিলিপিনো রয়েছে ৪৪ হাজার ১৮৫ জন। এছাড়াও দেশটিতে মিশর, শ্রীলঙ্কা, নেপাল, তানজানিয়া এবং উগান্ডার প্রবাসী শ্রমিকের সংখ্যাও কিছুটা বেড়েছে।
জাতীয় পরিসংখ্যানের দেওয়া তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বর মাসে ওমানে প্রবাসীদের সংখ্যা যেখানে ছিলো ১৪ লাখ ৬ হাজার ৯৭৬ জন। চলতি বছর মাত্র দেড় মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৯ হাজার ৯০৮ জন। অন্যদিকে গতবছর ডিসেম্বর মাসে দেশটিতে ব্যাচেলর ডিগ্রিধারী প্রবাসীর সংখ্যা ছিলো এক লাখ ১২ হাজার ১৮৬ জন। দুই মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ৮১২ জন। অর্থাৎ দুই মাসে দেশটিতে প্রবাসী নাগরিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২.৩ শতাংশ ।
একইভাবে, ওমানের গত বছরের তুলনায় এই বছর বেড়েছে মাস্টার্স ও পিএইচডি ধারী প্রবাসী নাগরিকের সংখ্যা। গতবছর এই সংখ্যাটি ছিলো ৮ হাজার ৮৯২ জন যা এই বছর এসে দাঁড়িয়েছে ৯ হাজার ১শ’জন। সাধারণ ডিপ্লোমাধারী প্রবাসী শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে দেশটিতে। গতবছর ডিপ্লোমাধারী প্রবাসী শ্রমিকের সংখ্যা ছিলো দুই লাখ ৩৬ হাজার ৭৯৮ জন যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪২ হাজার ৩৪১ জনে।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
১০ দেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
পরিসংখ্যান বলছে দেশটির বেসরকারি খাতের ৭৯ শতাংশ দখল করে রেখেছে প্রবাসীরা। তবে সরকারী খাতে কর্মরত প্রবাসীদের সংখ্যা গতবছরের তুলনায় এই বছর অনেকাংশে কমে এসেছে। দেটিতে প্রায় এক মিলিয়ন প্রবাসী শ্রমিক তাদের পরিবার নিয়ে ওমানে বসবাস করছেন বলে উঠে এসেছে এবারের পরিসংখ্যানে। রাজধানী মাস্কাটে সবচেয়ে বেশি প্রবাসীর বসবাস।
শহরটিতে প্রবাসী শ্রমিকের পরিমাণ ৫ লাখ ৮৭ হাজার ৫৪৭ জন। উত্তর আল বাতিনায় প্রায় ২ লাখ, ধোফার অঞ্চলে প্রায় দেড় লাখ, আল দাখিলিয়াহ এবং দক্ষিণ আল বাতিনায় প্রায় এক লাখ, উত্তর ও দক্ষিণ উভয় শারকিয়াহ প্রদেশে ৭৫ হাজার ও ৮০ হাজার, ধাহিরাতে ৪৫ হাজার, ওস্তা ২৫ হাজার, আল বুরাইমীতে প্রায় ৪০ হাজার এবং মুসান্দামের উত্তর অঞ্চলে ১১,৯৯৯ জন শ্রমিক বসবাস করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post