আগামী ১৯ অক্টোবর থেকেই বন্ধ হচ্ছে ওমানে বিদেশি যানবাহন চলাচল। সোমবার (২২-ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ওমানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, “রয়্যাল ডিক্রি’র মাধ্যমে প্রবর্তিত ভূমি পরিবহন আইনের নির্বাহী নিয়ন্ত্রণের ভিত্তিতে গত বছর ১১ ই অক্টোবর মন্ত্রণালয় একটি নোটিশ জারি করে।
সেই নোটিশ অনুযায়ী আগামী ১৯ অক্টোবর থেকে ওমানে বিদেশি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। ওমানে নিবন্ধিত পরিবহনগুলোর মান উন্নয়নে এবং বিদেশি যানবাহনের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।”
এমতাবস্থায় আগামী ১৯ অক্টোবরের মধ্যেই জাতীয় ও স্থানীয় পরিবহন কোম্পানির সাথে চুক্তি করে দেশটিতে চলাচলকৃত সকল বিদেশি পরিবহন বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে আন্তর্জাতিক বাজারে বাণিজ্য বাড়াতে গতকাল থেকে চালু হয়েছে ওমান ও সৌদি আরবের মধ্যে সড়ক পরিবহন ব্যবস্থা। রবিবার (২১-ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সড়ক পরিবহন ব্যবস্থার (টিআইআর) প্রথম চালানটি ওমান থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয়। এই চালানটির মাধ্যমে শুরু হলো ওমান থেকে সৌদি আরবে বাণিজ্যিক সড়ক পরিবহন সেবা।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
১০ দেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
প্রথম এই চালানটি ওমান থেকে সৌদি আরবের হাফেট বন্দরে যাবে বলে জানিয়েছে ওমানের শুল্ক অধিদপ্তর। এক বিবৃতিতে দেশটির শুল্ক অধিদপ্তর জানিয়েছে, সিএনআইআর কোম্পানির সহযোগিতায় এই চালনটি দুই দেশের মধ্যে পরিচালিত হবে। এই পরিবহন সেবা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য আরো বাড়িয়ে তুলবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post